দেশজুড়ে চালু ১২-১৪ বছরের কোভিড ভ্যাকসিনেশন, বাংলায় চালু হল না

দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে। পাশাপাশি কোমর্বিডিটি না থাকলেও সব ষাটোর্ধ্বদেরই বুস্টার ডোজ চালু হয়েছে এদিন থেকেই।  কিন্তু রাজ্যে আজ চালু হচ্ছে না কোভিড ভ্যাকসিনেশন। প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২ থেকে ৩দিনের মধ্যে শুরু হবে টিকাকরণ।  ১২ ঊর্ধ্বের ভ্যাকসিনেশন, জানালেন স্বাস্থ্য অধিকর্তা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে সরকারি ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে চলবে ভ্যাকসিন দেওয়ার কাজ। বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হবে। ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

Comments are closed.