হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল যাওয়ার কিছু ট্রেন বাতিল হচ্ছে। ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বাতিল থাকছে বেশ কিছু ট্রেন।
ব্যান্ডেল থেকে মগরা স্টেশন পর্যন্ত থার্ড লাইনের কাজ চলবে। তাই বাতিল থাকছে বেশ কিছু ট্রেন।
পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই কথা। ওই লাইনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। তাই হাওড়া থেকে ডেমু, মেমু সহ বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
জামা গিয়েছে, ১৩মে থেকে ২৬মে পর্যন্ত সকাল ১১টা থেকে দুপুর ২টো বা দুপুর তিনটে পর্যন্ত ৬৮টি লোকাল ইএমইউ, ১২টি মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। অন্যদিকে ৩টি মেল ট্রেন, ২ টি মেমুর রুট বদল করা হচ্ছে। বাতিল করা হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেন। এছাড়াও ২৬ মে ৩৭৫১২ নম্বরের ব্যান্ডেল-বালি লোকাল ও ৩৭৫১১ নম্বরের বালি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়াও হাওড়া-মেমারি লোকাল, মেমারি-হাওড়া লোকাল, হাওড়া-বর্ধমান লোকাল, হাওড়া-কাটোয়া লোকাল বাতিল থাকবে এই ১৪ দিন।
Comments are closed.