গণনার দিনও আঁটসাঁট নিরাপত্তা ভবানীপুরে, রবিবার কাউন্টিং সেন্টারের বাইরে জারি থাকবে ১৪৪

ভবানীপুরের ভোট উপলক্ষ্যে রাতারাতি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছিল। আগে থেকে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা থাকলেও ভোটের দিনও দেখা যায় ৩৫ কোম্পানি মোতায়েন হয়েছে। কার্যত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ভবানীপুরকে। ভোট গ্রহণের মতো গণনার দিনও আঁটসাঁট নিরপত্তা থাকবে কাউন্টিং সেন্টারে।

৩ অক্টোবর রবিবার ভবানীপুর সহ সামসেরগঞ্জ এবং জঞ্জিপুরের ভোট গণনা। কমিশন সূত্রে খবর, ভবানীপুরের ভোট গণনা কেন্দ্রের বাইরে এদিন ১৪৪ ধারা জারি থাকবে। যার জেরে গণনা কেন্দ্রের ১০০ মিটার বৃত্তের মধ্যে কোনও রকম জমায়েত করা যাবে না। একই সঙ্গে কাউন্টিং সেন্টারের সামনে ৫ জনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না।

বৃহস্পতিবার ছিল ভবানীপুরের নির্বাচন। রাজ্যের কার্যত সবথেকে হাইভোল্টেজ উপনির্বাচন ছিল ভবানীপুরে। স্বয়ং তৃণমূল নেত্রী সেখাকার প্রার্থী। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই ভোট পর্ব শেষ হয়।

যদিও ভোট শুরুর সময় থেকেই বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল একাধিক অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। কোথাও বুথ জ্যাম, কোথাও ভুয়ো ভোটারের অভিযোগ তোলেন তিনি। যদিও কমিশন তাঁর সমস্ত খারিজ করেছেন।

মুখ্যমন্ত্রীর জয় নিয়ে আত্মবিশ্বাসি তৃণমূল। ভবানীপুরবাসীর রায় কার পক্ষে গেল এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Comments are closed.