সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষায় ১৭ জন সাংসদের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। সবচেয়ে বেশি করোনা পজিটিভ সাংসদ বিজেপির। তাদের ১২ জন সাংসদ ছাড়াও ওয়াইআরএস কংগ্রেস , শিবসেনা, ডিএমকে, আরএলপির একজন করে সাংসদ আছেন এই তালিকায়।
এঁদের মধ্যে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তাঁর করোনা হওয়ার কথা আগেই ট্যুইট করে জানিয়েছিলেন।
১৩ ও ১৪ সেপ্টেম্বর সংসদ ভবনে সাংসদদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হয়েছিল। যাঁদের মধ্যে ১৭ জন সাংসদের করোনা পজিটিভ এসেছে। এদিকে মোট ৭৮৫ জন সাংসদের মধ্যে ২০০ জনের বয়স ৬৫ বছরের ওপরে। বয়সের কারণে এঁরা রয়েছেন রিস্ক জোনে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭ জন। যার মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ৮৬ হাজার ৫৯৮। শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৭১ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭৯ হাজার ৭২২ জন।
Comments are closed.