১ বৈশাখই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। সেই সঙ্গে রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই প্রস্তাব পাশ হয় বিধানসভায়।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষে এদিন বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ক। এদিন তার উত্তরে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী জানান, ২০ জুন ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ তৈরিই হয়নি। অন্যদিকে ১ বৈশাখের পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল এবং সমাজের সব স্তরের মানুষদের নিয়ে নবান্নে যে বৈঠক ডাকা হয়েছিল তাতে সিংহভাগই ১ বৈশাখের পক্ষে সায় দিয়েছে। সেই সঙ্গে ওই দিনটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। বাঙালি দিনটিকে শুভ দিন হিসেবে মানে, সব কিছুর শুভ সূচনা হিসেবে দিনটিকে ধরা হয়।
সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এতদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি কারণ এতদিন কেউ ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেনি। পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যপাল এই প্রস্তাবে সই না করলেও ১ বৈশাখ দিনটিকেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে।
Comments are closed.