১২ বছরের অপেক্ষা শেষে হয়েছে। ২ জানুয়ারি জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রওনা দিয়েছে। যা নিয়ে বেহালাবাসীর একাংশের উৎসাহ ছিল চোখের পড়ার মতো। নতুন মেট্রো রুট পেয়ে খুশি শহরবাসীও। জোকা-তারাতলা মেট্রোর রুটে প্রথম দিন নিয়ে রইল কিছু চমকপ্রদ তথ্য।
২ জানুয়ারি ঠিক সকাল ১০টায় জোকা থেকে তারাতলার উদ্দেশ্যে প্রথম মেট্রোটি ছাড়ে। ৩০৬ জন যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলার উদ্দেশ্যে প্রথম মেট্রোটি ছারে। মেট্রোর তরফে জানা গিয়েছে, প্রথম দিন আপ, ডাউন মিলিয়ে মোট ৫০০৩ জন যাত্রী হয়েছিল। প্রথম দিনে যাত্রীর সংখ্যা দেখে স্বাভাবিক ভাবেই খুশি মেট্রো কর্তৃপক্ষ। যদিও অনেকের মতে, প্রথম দিনেই যাত্রার সঙ্গী হতে অনেকেই বাড়তি উৎসাহে টিকটি কাটে। রোজ এই সংখ্যাটা নাও হতে পারে। তবে প্রথম দিনের রোজগারও চমক দিয়েছে। আপ এবং ডাউন মিলিয়ে মোট ১২টি ট্রিপে মেট্রোর রোজগার হয়েছে ৭২ হাজার ৩৮৫ টাকা।
তবে নতুন রুট নিয়ে অনেকে ক্ষোভও উগরে দিয়েছেন। মূলত সময়সূচি নিয়েই তাঁদের অভিযোগ। জোকা-তারাতলা রুটে ১ ঘন্টা অন্তর চলবে মেট্রো। যা নিয়েই স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, ১ ঘন্টা অন্তর মেট্রো মিললে তাতে আদতে কোনও সুবিধা হবে না। জোকা-তারাতলা মেট্রোয় চড়া এক ধরণের জয় রাইড ছাড়া আর কিছু না। মেট্রোর সংখ্যা না বাড়লে নিত্য যাত্রীদের কোনও উপকার হবে না।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেট্রোর তরফে আগেই জানানো হয়েছিল, জোকা থেকে তারাতলার উদ্দেশ্যে মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ১০টা, ১১টা, ১২টা এরপর বেলা ৩টে, ৪টে এবং ৫টা। উল্টোদিক অর্থাৎ তারাতলা থেকে মেট্রো ছাড়বে সকাল ১০.৩০, ১১.৩০,১২.৩০,৩.৩০,৪.৪০ এবং ৫.৩০ চলবে মেট্রো।
Comments are closed.