সামনেই কল্পতরু উৎসব। আর এই উৎসবের আগে ২ বছর পর খুলছে কাশীপুর উদ্যানবাটি। করোনার জন্য ২ বছর বন্ধ রাখা হয়েছিল কাশীপুর উদ্যানবাটি। কিন্তু এই বছর ভক্তদের জন্য খুলে যাচ্ছে। পাশাপাশি জারি হচ্ছে কোভিড বিধি।
কাশীপুর উদ্যানবাটির তরফে বলা হয়েছে, এই বছর ৩ দিন ধরে চলবে কল্পতরু উৎসব। কিন্তু বর্তমানে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। তাই জারি করা হয়েছে কোভিড বিধি নিষেধ। যাঁরা কোমর্বিডিটিজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের কল্পতরু উৎসবের দিন না গিয়ে ২ এবং ৩ তারিখে কাশীপুর উদ্যানবাটিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মঠের তরফে। কাশীপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ জানিয়েছেন, সকলে কোভিড বিধি মেনেই কল্পতরু উৎসবে সামিল হোন।
কল্পতরু উৎসবের সূচনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব। ১৮৮৬ সালে ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরুরূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের ভক্তরা প্রতিবছর ১ জানুয়ারি কল্পতরু দিবস পালন করেন।
Comments are closed.