মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্যোগের কবলে সিকিম। ভয়াবহ রূপ তিস্তারও। হরপা বানে তলিয়ে গিয়েছে ২৩ সেনা জওয়ান। নবান্ন সূত্রে খবর, বাংলা থেকে সিকিম বেড়াতে গিয়েছিলেন ২ হাজার পর্যটক। দুর্যোগের মধ্যে পড়ে তাঁরা আটকে পড়েছেন। খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন, পর্যটকেদের ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ করা হোক।
জানা গিয়েছে, দফায় দফায় সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করছে নবান্ন। ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব ফোনে কথা বলেছেন বলে খবর। পাশপাশি বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের যাতে দ্রুত রাজ্যে ফিরিয়ে আনা যায়, সে বিষয়টি পর্যটন দফতরও দেখছে।
এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি বিপর্যয়ের মুখোমুখি দক্ষিণবঙ্গও। টানা বৃষ্টি সেই সঙ্গে ডিভিসির লাগাতার জল ছাড়ার জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের তরফে জেলাগুলোকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন নম্বর।
Comments are closed.