প্রথম দফায় জঙ্গলমহল, দ্বিতীয় দফায় নন্দীগ্রাম, আন্দোলনের আঁতুর ঘরে ভোট শুরু বাংলায়, আপনার ভোট কবে?
২০১১ এর ঠিক ১০ বছর পরে এখনও প্রাসঙ্গিক নন্দীগ্রাম
শুক্রবার একুশের মহাযুদ্ধের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী প্রথম দফায় জঙ্গলমহল, দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট হবে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
৩৪ বছরের বাম দূর্গ পতনের ক্ষেত্রে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল নন্দীগ্রাম। ২০১১ এর ঠিক ১০ বছর পরে এখনও প্রাসঙ্গিক পূর্ব মেদিনীপুরের এই জনপদ। কার্যত সবাইকে চমকে দিয়ে নন্দীগ্রামে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন মমতা। একুশের ভোটে তৃণমূলের তরফে যা একপ্রকার মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
[আরও পড়ুন- ৬৮ দিন পর ফের ট্যুইট PK’র, পুরনো ট্যুইটের কথা মনে করালেন BJP’কে]
উল্টোদিকে, পঞ্চায়েত ভোট, ২০১৯ এর লোকসভা ভোটে জঙ্গল মহলে দফায় দফায় শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। এই পরিস্থিতিতে ২৭ মার্চ প্রথম দফায় ভোট জঙ্গলমহলে। এদিকে অনেকের মতে, একুশের ভোটের ফলাফল পূর্বাভাস দেবে দিল্লির মসনদ কার দখলে থাকবে। ঘাসফুল শিবির থেকেও দাবি করা হচ্ছে, ২১-এ মমতার জয় ২৪ এ ফ্যাসিস্ট শক্তির বিদায়।
সবমিলিয়ে বাংলার হাইভোল্টেজ নির্বাচনে আপনার ভোট কবে? দেখে নিন…
আপনার ভোট কবে জানতে ক্লিক করুন
Comments are closed.