২০২৩ উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দিলেন সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু ১৪ মার্চ। পূর্ণাঙ্গ সিলেবাসের ওপরেই পরীক্ষা। এবারের মতো হোম সেন্টার থেকে পরীক্ষা হবে না, সিট পড়বে অন্য স্কুলে। এক নজরে দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ সূচি…
১৪ মার্চ – প্রথম ভাষা, (বাংলা, হিন্দি, ইংরেজি, নেপালি) উর্দু, সাঁওতালি, ওড়িশা, তেলেগু, গুজরাতি, পাঞ্জাবি
১৬ মার্চ – দ্বিতীয় ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংরেজি)
১৭ মার্চ – বৃত্তিমূলক শিক্ষা
১৮ মার্চ – জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
২০ মার্চ – অঙ্ক, মনোবিজ্ঞান, নৃতত্ববিদ্যা, কৃষিবিজ্ঞান, ইতিহাস
২১ মার্চ – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য ও শরীর শিক্ষা, সঙ্গীত, ভিস্যুয়াল আর্টস
২২ মার্চ – কমার্শিয়াল ‘ল এবং প্রিলিমিনারিজ অব অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান
২৩ মার্চ – পর্দাথবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, হিসাবশাস্ত্র
২৪ মার্চ – অর্থনীতি
২৫ মার্চ – রসায়ন, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্শি, আরবি, ফার্সি
২৭ মার্চ – সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজম্যান্ট অ্যান্ড ফ্যামেলি রিসোর্স ম্যানেজম্যান্ট
Comments are closed.