আজও কি বৃষ্টিতে ভিজবে একুশে জুলাইয়ের মঞ্চ; কলকাতার আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস 

তৃণমূলের মেগা ইভেন্ট একুশে জুলাই নিয়ে সরগরম রাজ্য। দূর দূরান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলা আসতে শুরু করেছেন। গোটা ধর্মতলা লোকে লোকারণ্য। বিগত কয়েক বছর ধরে বৃষ্টিতে ভিজছে একুশে জুলাইয়ের মঞ্চ। এবারেও কি তাই হবে? 

আবহাওয়া দফতর জানিয়েছে,  শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সংলগ্ন আশেপাশের জেলায়।  যে যে জেলাগুলোয় বৃষ্টি হবে সেগুলো হল, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। অর্থাৎ একুশে জুলাইও বৃষ্টিতে ভিজবে ধর্মতলা চত্বর। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।  

Comments are closed.