চলতি বছরেই SSC-তে ২১ হাজার নতুন নিয়োগ, পুজোর মধ্যেই শুরু প্রক্রিয়া: ব্রাত্য 

SSC নিয়োগ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে সোমবার সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়ে দেন, আইন মেনে আপার প্রাইমারী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নেবে রাজ্য। সেই সঙ্গে তাঁর ঘোষণা, চলতি বছরেই এসএসসি-তে ২১ হাজার শিক্ষক নিয়োগ হবে। পুজোর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।  

শিক্ষামন্ত্রী জানান, এদিন আপার প্রাইমারী, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির প্রধান সচিব, বোর্ডের সভাপতি এবং চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনি দাবি করেন, বৈঠক ইতিবাচক হয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে পুরোটাই আইন মেনে করা হবে। নিয়োগের ক্ষেত্রে যাতে কোনও ফাঁকফোকর না থাকে সে কারণে আইনেও ব্যাপক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন। আইনমন্ত্রীর কাছে একটি খসড়াও পাঠানো হচ্ছে। ৮ আগস্ট এই সংক্রান্ত একটি বৈঠক হবে বলে শিক্ষামন্ত্রী জানান। 

Comments are closed.