করোনা আবহে এই বছরও হচ্ছে না শহিদ দিবসের প্রকাশ্য সভা। গতবারের মতোই ওইদিন দুপুর ২ টোয় ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেবেন দলনেত্রী। মঙ্গলবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন। মমতা লিখেছেন, বাংলার মানুষের ভালোবাসা পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বাংলার ভাইবোনদের উদ্দেশ্যে শহিদ দিবসের দিন আমি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেব।
With the blessings of the people of Bengal who have willed us to a landslide victory and a historic third term in government, I will be addressing my brothers and sisters on July 21st #ShahidDibas at 2PM, virtually, owing to the restrictions to curb the pandemic. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) July 6, 2021
এদিন পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্ৰী। প্ৰথম টুইটে তিনি লেখেন, ১৯৯৩ সালে ২১ জুলাই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল ১৩ জনকে। রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের শ্রদ্ধা জানাই। শহিদ স্মরণে ১৯৯৩ সাল থেকে প্রতিবছর শহিদ দিবসের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। ওই ১৩ জন শহিদকে স্মরণ করতে, তাঁদের সম্মান জানাতে ওইদিন শহিদ দিবস পালন করা হয়।
উল্লেখ্য, করোনার কারণে বিপুল জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেও বিজয় দিবস পালন করেনি তৃণমূল। কথা ছিল করোনা কমলে ২১ জুলাই আয়োজন করা হবে বিজয় সমাবেশ। কিন্তু করোনা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তার উপর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সবমিলিয়ে এবারও তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হবে ভার্চুয়াল মাধ্যমে।
Comments are closed.