উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার। ওইদিন দুপুর ৩ টের সময় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবেন সংসদ সভাপতি। পরের দিন অর্থাৎ ২৩ জুলাই সকাল ১১টার পর পড়ুয়ারা হাতে পাবে মার্কশিট।
২২ জুলাই বিকেল ৪টের থেকে সংসদের ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এবং www.exametc.com, www.results.siksha, www.westbengal.shiksha ওয়েবসাইটে ফল দেখা যাবে। এছাড়া মোবাইলে WB <রোল নম্বর> লিখে 54242/ 56263/58888 নম্বরে পাঠিয়ে দিয়েও জানা যাবে ফলাফল।
একবছর আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। করোনা অতিমারির ফলে এইবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, বিশেষ গাণিতিক পদ্ধতির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নম্বর মূল্যায়ন হবে। যদি কোন পড়ুয়া ফলাফলে সন্তুষ্ট না থাকে তবে করোনা নিয়ন্ত্রণে এলে সে পরীক্ষায় বসতে পারবে।
মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী এইবছর উচ্চমাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক ও একাদশের বার্ষিক পরীক্ষা ও দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতেই করা হবে।
সেইক্ষেত্রে ২০১৯ সালের মাধ্যমিকে ৪টি বিষয়ের সবথেকে বেশি নম্বর পেয়েছিল, সেখান থেকে ৪০ শতাংশ নেওয়া হবে। ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট থেকে ২০ নম্বর ও প্র্যাক্টিকাল থেকে ৩০ নম্বর নিয়ে গড় হিসাব করে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে।
Comments are closed.