২৪ ডিসেম্বর টেট পরীক্ষা। রবিবার হলেও ওই দিন পরীক্ষার্থীদের জন্য মিলবে বাড়তি মেট্রো। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে তেমনটাই জানানো হয়েছে।
রবিবার হওয়ায় সাধারণত মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯ টায়। তবে ওইদিন পরীক্ষা থাকায় অন্যান্য দিনের মতোই সকাল ৬.৫০ মিনিট থেকে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। শুধু তাই নয় ২৪ ডিসেম্বর অতিরিক্ত ১০০টি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেটের দিন মোট ২৩৪টি মেট্রো চলবে। যেখানে অন্যান্য রবিবার ১৩০টি মেট্রো চলে। টেটের পাশাপশি ওইদিন ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। সেদিক থেকে শহরে ওদিন তুমুল যানজট তৈরি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সে কারণেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
অতিরিক্ত মেট্রোর পাশাপশি জেলাতে বাড়তি বাস পরিষেবা মিলবে বলেও পরিবহন দফতর জানিয়েছে। সরকারি বাসের পাশাপশি রাস্তায় অতিরিক্ত বেসরকারি বাস থাকবে বলেও জানানো হয়েছে।
Comments are closed.