অসৎ উপায়ে চাকরি পেয়েছে, এই অভিযোগে হাইকোর্টের নির্দেশে ২৬৯ জনের চাকরি চলে গিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। এবার চাকরিতে পুনরায় যোগদানের আবেদন দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ২৬৯ জন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিলেও রাজ্য সরকার তাঁদের পুনর্বহাল করছে না। অবিলম্বে তাঁদের চাকরিতে পুনর্নিয়োগ করা হোক, এই দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন ওই ২৬৯ জন। আগামী ১৮ নভেম্বর মামলাটির শুনানি রয়েছে।
প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ওই ২৬৯ জনের চাকরি গিয়েছিল। পরে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা ডিভিশন বেঞ্চে যায়। তবে সেখানেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বজায় থাকে। এর পর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২৬৮৯ জন। এই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে ২৬৯ জনকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং পাশপাশি ওই ২৬৯ জনকে সুপ্রিম কোর্ট জানায়, তাঁরা যে বৈধ উপায়ে চাকরি পেয়েছে তা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সামনে প্রমাণ করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করে।
Comments are closed.