সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, বিধিনিষেধ মেনেই হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব 

শহরের সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। রাজ্যে বিধিনিষেধ জারি হলেও, পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 

২৭ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব। জানা গিয়েছে, এবারে মোট ১৬০ টি সিনেমার জন্য ২০০টি শো আয়োজন করা হয়েছে। কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠানের আয়োজন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। 

উদ্যক্ততাদের তরফে বলা হয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী কোভিড বিধি মেনেই সমস্তকিছু করা হবে। অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বলেন, অনেক আগে থেকেই উৎসবের দিন ঠিক করা রয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উৎসবের সূচিতেও একাধিক কাটছাঁট করা হয়েছে। 

উল্লেখ করোনার তৃতীয় ঢেউ রুখতে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একাধিক মাইক্রো কোনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। হাওড়ায় ৪১টি মাইক্রো কোনটেনমেন্ট জোন, দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুরের ১৮ টি জায়গাকে মাইক্রো কোনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। 

Comments are closed.