সিলিন্ডার আছে, নেই ফ্লো মিটার, অক্সিজেনের অভাবে বিদ্যাসাগর হাসপাতালে মৃত ৩
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রুগীকে দেওয়ার মত পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে
মঙ্গলবার অক্সিজেনের অভাবে রুগী মৃত্যুর অভিযোগ খাস কলকাতায়। কলকাতার বিদ্যাসাগর হাসপাতালে তিনজন রুগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে রুগীর পরিবারের দাবি। মৃতদের নাম, যমুনা নাথ, মনোয়ারা বেগম ও নিমাই পাল।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রুগীকে দেওয়ার মত পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে। কিন্তু ফ্লো মিটারের অভাবে অক্সিজেন দেওয়া যাচ্ছে না।
ফ্লো মিটার অক্সিজেনের সঙ্গেই লাগানো থাকে। মূলত রুগীর শরীরে অক্সিজেন সরবরাহের মাত্রা নিয়ন্ত্রণ করে ফ্লো মিটার। এটি সিলিন্ডারের মুখে লাগানো থাকে। চাকার মত দেখতে। এই ফ্লো মিটার ছাড়া অক্সিজেন দেওয়া যায় না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অক্সিজেন সিলিন্ডার রয়েছে কিন্তু ওই ফ্লো-মিটার না থাকায় রুগীদের অক্সিজেন দেওয়া যাচ্ছে না। তাঁদের দাবি ২০ পিস ফ্লো মিটারের অর্ডার দেওয়া হলেও তা এখনও পাওয়া যায়নি।
হাসপাতালে অক্সিজেনের সরবরাহ সুনিশ্চিত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বিদ্যাসাগর হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments are closed.