রাজ্য সরকারের কর্মীদের জন্য সু’খবর; চলতি মাসেই মিলবে টানা ৩দিন ছুটি

সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন ছুটি পেতে চলছেন রাজ্য সরকারের কর্মীরা। ২৩,২৪ এবং ২৫ সেপ্টেম্বর। ২৩ ও ২৪ তারিখ এমনিতেই সরকারি দফতরগুলোর অধিকাংশ ছুটি থাকে। সেই তালিকায় যোগ হতে চলেছে এবার ২৫ সেপ্টেম্বর দিনটিও। এই দিনটিতে এবছর থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্য।

২৫ সেপ্টেম্বর করম পুজো এবং সবে বরাত উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এতদিন করম পুজো এবং সবেবরাতে ‘সেকশনাল’ ছুটি দিত রাজ্য সরকার। কিন্তু সম্প্রতি এই দুটি দিন উপলক্ষ্যে পুরো ছুটির ঘোষণা করেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায়, দীর্ঘ দিনের দাবি মেনেই ওই দিনটিতে পুরো ছুটির ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

গ্রাম বাংলার একটি অতি পরিচিত পুজো করম পুজো। মূলত মালভূমি অঞ্চলের মানুষদের মধ্যে এই পুজোর প্রচলন আছে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম পুজো হয়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুরে এই পুজোর প্রচলন রয়েছে।

Comments are closed.