মর্মান্তিক ঘটনা। উত্তর ২৪ পরগনার খড়দায় ঘরের ভিতর জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হল। ওই পরিবারে একমাত্র বেঁচে আছে ৪ বছরের ছোট ছেলে। রবিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে কলকাতার পাশাপাশি জলমগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা। ঘরের ভিতর জল ঢুকে গেছে খড়দার পাতুলিয়া আবাসনে।
ওই পরিবারের গৃহকর্তা মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তার স্ত্রী। মাকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে বাঁচাতে যায় বড় ছেলে। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের আরেক সদস্যের বয়স মাত্র চার। তাই সে প্রাণে বেঁচে যায়। স্থানীয়দের সাহায্যে তাঁদের বলরাম সেবামন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে আছে। জলের মধ্যেই পড়ে আছে বিদ্যুতের তার। ভগবানপুরে নৌকো করে ত্রাণ নিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২ জনের।
Comments are closed.