মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রাজস্থান সরকারের
রাজস্থানের শিকারে খাটু শ্যামজির মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ৩ জনের। সোমবার সকালে পুজো দিতে গিয়ে এই দুর্ঘটনা হয়। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। টুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, রাজস্থানের শিকারে খাটু শ্যামজি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
Saddened by the loss of lives due to a stampede at the Khatu Shyamji Temple complex in Sikar, Rajasthan. My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 8, 2022
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫ টার সময় মন্দিরের দরজা খুলতেই ভিড় জমান ভক্তরা। ভক্তদের ভিড়ে মেঝেতে পড়ে যান অনেকে। যাঁরা পড়ে যান তাঁদেরকে তোলার চেষ্টা না করেই ওপর দিয়ে চলে যান হাজার হাজার ভক্ত। এরপর জানা যায় মৃত্যু হয়েছে ৩ জনের। ৩ জনেই মহিলা বলে জানা গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ভিড় নিয়ন্ত্রনের চেষ্টা করে পুলিশ। পুলিশ জানিয়েছে, লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। অনেক লাইন জাতীয় সড়ক পর্যন্ত চলে গেছে। দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আহতদের পরিবার পিছু ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
श्री खाटूश्याम जी मन्दिर में हुए हादसे की संभागीय आयुक्त द्वारा जांच की जाएगी। इस घटना में मृतकों के परिजनों को 5-5 लाख रुपये एवं घायलों को 20-20 हजार रुपये सहायता राशि मुख्यमंत्री सहायता कोष (CMRF) से देने के निर्देश दिए हैं।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 8, 2022
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মধ্যরাতে জম্মুর বৈষ্ণদেবী মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৩ জন ভক্তের। আহত হন আরও ১৩ জন।
Comments are closed.