করোনা আবহে স্কুলগুলিতে কমছে সিলেবাস। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সিলেবাস কমছে ৩০-৩৫% । বিজ্ঞপ্তি জারি করে জানাল সিলেবাস কমিটি। চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে সিলেবাস কমানোর কথা জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরেই খোলা হবে স্কুল। এখনও অনলাইনে চলছে পড়াশোনা। এবার পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব জানাল সিলেবাস কমিটি।
এরআগে ২০২২ সালে মাধ্যমিকে সিলেবাস থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সাতটি আবশ্যিক বিষয়ের মধ্যে সবকটিতেই কমানো হয়েছে সিলেবাস। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষাও কম সিলেবাসেই হয়েছিল।
Comments are closed.