অগাস্টের শেষ লকডাউনে শুনশান রাস্তা, পুলিশের নাকা চেকিং, দেখুন ফটো গ্যালারি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অগাস্ট মাসের ষষ্ঠ ও শেষ লকডাউনে ব্যাপক সাড়া কলকাতা সহ বিভিন্ন জেলায়। এরপর সেপ্টেম্বর মাসে মোট তিনদিন লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই তারিখগুলি হল ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর।

সোমবার রাজ্যে কমপ্লিট লকডাউন পুরদদস্তুর সফল করতে তৎপর ছিল পুলিশ-প্রশাসন। কোভিডের সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে গোটা রাজ্য স্তব্ধ রাখাই লক্ষ্য নবান্নের। অন্যান্য লকডাউনের মতো এদিনও ছাড় দেওয়া হয় শুধুমাত্র জরুরি পরিষেবায়। বাকি সবকিছুই বন্ধ ছিল। ওড়েনি আন্তঃরাজ্য বিমানও।

কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আগের থেকে কমেছে। তবে প্রতিবার সাপ্তাহিক লকডাউনে জোর কদমে নাকা চেকিং চলে শহরে। এদিনও ড্রোন উড়িয়ে কড়া নজরদারি রাখা হচ্ছে শহরের কনটেন্টমেন্ট এলাকা ও জনবহুল অঞ্চলগুলিতে।

Comments are closed.