করোনার তৃতীয় ঢেউয়ে মানুষের উপকারে নয়া পন্থা নিল বামফ্রণ্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই। এবার একটা ফোনেই পাওয়া যাবে কোভিড রোগীর চিকিৎসা পরিষেবা।
গোটা দেশে বাড়ছে কোভিড সংক্রমিতের সংখ্যা। কোভিড সংক্রমণ বৃদ্ধির দিক থেকে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। কলকাতার সংক্রমণের হার সবথেকে বেশি। তাই হাসপাতালগুলিতে ভিড় আটকাতে রোগীদের বাড়িতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিয়েছে এসএফআই। জানা গিয়েছে, এই পরিষেবা দিতে কাজ করবে প্যারামেডিক্যাল কর্মী এবং প্রশিক্ষণরত মেডিক্যাল কর্মীরা। প্যারামেডিক্যাল ও প্রশিক্ষণরত মেডিক্যাল কর্মীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে স্পেশ্যালিস্ট চিকিৎসকরাও বামেদের এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন। এই পরিষেবায় এখনও পর্যন্ত মোট ২৫ জন চিকিৎসক আছেন। যার মধ্যে রয়েছে জেনারেল ফিজিসিয়ান, শিশু বিশেষজ্ঞ, মহিলা রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ছাড়া অন্য বিভাগের চিকিৎসকরা।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন বামেদের রেড ভলান্টিয়ার্স। একটি ফোনেই কোভিড সংক্রমিতদের বাড়িতে খাবার, ওষুধ, অক্সিজেন পৌঁছে দিতে তাঁরা। প্রয়োজনে সংক্রমিতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। দ্বিতীয় ঢেউয়ের পর রাজ্যে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা প্রায় ১৫ হাজার। আর এই অবস্থায় ফের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে রেড ভলান্টিয়ার্স টেলি মেডিসিন পরিষেবা নিয়ে।
Comments are closed.