হাওড়া জেলায় মোট ১৬ টি বিধানসভা আসন। এরমধ্যে তৃতীয় দফায় ভোট হয়েছে ৭টি আসনে। শনিবার অর্থাৎ চতুর্থ দফায় বাকি ৯ আসনে ভোট। বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড় কেন্দ্রে ভোট হবে।
একনজরে দেখে নেব আই আসনগুলিতে ১৬ আর ১৯-এ ফল কী ছিল?
২০১৬ সালে বালি আসনে জেতেন বৈশালি ডালমিয়া। ২০১৯ সালে এই কেন্দ্রে ৩০০ ভোটের লিড আছে তৃণমূলের।
এবের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। বালির প্রাক্তন বিধায়ক তিনি। সিপিএমের তরুণ প্রার্থী দীপ্সিতা ধর। তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জী।
২০১৬ সালে হাওড়া উত্তর আসনে জেতেন তৃণমূলের লক্ষ্মীরতন শুক্লা। ২০১৯ সালে এখানে ৩ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এখানে এইবার তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। সিপিএম প্রার্থী পবন সিং আর বিজেপির হয়ে লড়াই করছেন উমেশ রায়।
হাওড়া মধ্য আসনে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের অরূপ রায়। ২০১৯ সালে এখানে ১৮ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এবারেও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ রায়। কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহ।
২০১৬ সালের ভোটে শিবপুর থেকে জেতেন তৃণমূলের জটু লাহিড়ী। ২০১৯ সালে এখানে ৯ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ চক্রবর্তী আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য।
হাওড়া দক্ষিণ সিটে ১৬ সালে জিতেছিলেন তৃণমূলের ব্রজমোহন মজুমদার। ২০১৯ সালে এই কেন্দ্রে ২৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে এবার তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী, সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারী। বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত।
সাঁকরাইল বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের শীতল সর্দার। ২০১৯ সালের লোকসভায় এখানে ২১ হাজারের লিড আছে তৃণমূলের।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। সিপিএমের সমীর মালিক আর বিজেপির প্রভাকর পণ্ডিত।
পাঁচলা আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের গুলশন মল্লিক। ২০১৯ সালে এখানে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবারও তৃণমূলের হয়ে লড়ছেন গুলশন মল্লিক। বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটি। আইএসএফ প্রার্থী মহম্মদ জলিল।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ১৬ সালে জিতেছিলেন তৃণমূলের হায়দার আজিজ সফি। ২০১৯ সালে এখানে ২০ হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূল।
এখানে এবার আইএসএফ প্রার্থী আব্বাসউদ্দিন খান। তৃণমূল প্রার্থী ফুটবলার বিদেশ বসু। বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল।
ডোমজুড় আসনে ১৬ সালে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন রাজীব ব্যানার্জি। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ৫৫ হাজারের লিড আছে তৃণমূলের।
বিজেপিতে যোগ দেওয়ার পর এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন রাজীব ব্যানার্জি। তৃণমূলের হয়ে মাঠে নেমেছেন কল্যাণেন্দু ঘোষ আর সিপিএমের উত্তম বেরা।
Comments are closed.