উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৫ বাঙালির মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পরপর তিনটি টুইট করেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। লেখেন, হৃষিকেশে AIIMS-এ মৃতদেহ সংরক্ষণ করতে, এখানে থেকে আত্মীয়দের প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া এবং পরে হৃষিকেশে নিয়ে যাওয়ার জন্য বাংলার প্রশাসন কাজ করছে। মৃতদেহগুলিকে খুব দ্রুত বাংলায় ফিরিয়ে আনার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Distressed to know of the death of 5 Bengal tourists in road accident near Tehri on their way to Uttarkashi ( Uttarakhand).(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2022
বুধবার ভোরে ওড়িশার পর ফের ভিন রাজ্যে বাঙালি পর্যটকের মৃত্যু হল। উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হয় ৫ বাঙালির। খাদে গাড়ি পড়ে মৃত্যু হয় গড়িয়ার একই পরিবারের ৩ জন, নৈহাটি, ব্যরাকপুরের ২ জন বাসিন্দার। প্রশাসন সূত্রে খবর, খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় গাড়িতে। এতেই মৃত্যু হয় ৫ জনের। এরপর টুইট করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ভোরেও ওড়িশার গঞ্জাম জেলায় ভাইজ্যাগ যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ৬ জন বাংলার বাসিন্দার। আহত হন অনেকে। বৃহস্পতিবার তাঁদের দেহ ফিরিয়ে আনা হয় হাওড়ার বাড়িতে।
Comments are closed.