ব্রেন ডেড মহিলার অঙ্গদানে প্রাণ বাঁচলো ৫ জনের। তাঁদের মধ্যে ২ জন ভারতীয় জওয়ান। ৩৪ বছরের ওই মহিলা অবসরপ্রাপ্ত সেনা কর্মীর স্ত্রী। নিজের বাড়িতেই এক দুর্ঘটনার শিকার হন ওই মহিলা। ১৪ জুলাই তাঁকে পুনের কমান্ড হসপিটাল সাউদার্ন কমান্ড (CHSC)-এ ভর্তি করা হয়। ব্রেন ডেড ঘোষণা করা তাঁর। এরপরেই মহিলার স্বামী সহ আত্মীয়রা অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন।
তাঁর অঙ্গ নিয়ে প্রাণ ফিরে পেয়েছে দুই ভারতীয় সেনা সহ পাঁচজন। হাসপাতালেই কিডনির অসুখে ভর্তি ছিলেন সেনাবাহিনীর দুই কর্মরত জওয়ান। কমান্ড হাসপাতালের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার ভুপেশ গয়াল জানিয়েছেন, দুটো কিডনি ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মরত সেনার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। চোখদুটি কমান্ড হাসপাতালের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ কমপ্লেক্সের আই ব্যাঙ্কে সংরক্ষিত করা হয়েছে। পুনের রুবি হল ক্লিনিকে এক রোগীকে লিভার দেওয়া হয়েছে। আরও ২ চিকিৎসক মহিলার দান করা অঙ্গে জীবন ফিরে পেয়েছেন। ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা সমাজের চোখে দৃষ্টান্ত স্থাপন করবে। দরিদ্র রোগীদের জন্য অঙ্গদানের কতটা গুরূত্বপূর্ণ তা সাধারণ মানুষের বোঝার জন্য এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়।
Comments are closed.