করোনা সুনামির মধ্যে ৫ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার গোয়া, মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
উত্তরপ্রদেশে ভোট হবে ৭ দফায়। মণিপুর ভোট ২ দফায়। পঞ্জাব, গোয়া এবং উত্তরাখন্ডে ভোট হবে ১ দফায়। আগামী ১০ ফেব্রুয়ারি যোগী রাজ্যে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ভোট ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার ভোট ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ, সপ্তম দফার ভোট ৭ মার্চ। মণিপুর প্রথম দফায় ভোট ২৭ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় ভোট মার্চ।
তবে কোভিড বিধি মেনেই ভোট হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও জনসভা করা যাবে না। রাত ৮ টার পর প্রচার করা যাবে না। কোভিড সংক্রমিতদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে। ভার্চুয়াল এবং ডিজিটাল ব্যালটের ওপর জোর দিতে হবে। পদযাত্রা, রোড শো করা যাবে না।
Comments are closed.