শুক্রবার ব্লু লাইনে ৫৪টি মেট্রো কম চলবে; ভোগান্তিতে পড়বে নিত্যযাত্রীরা! বিবৃতি দিয়ে যা জানল মেট্রো কর্তৃপক্ষ 

কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ-দক্ষিনেশ্বর রুটে ৫৪ টি কম মেট্রো চলবে। মেট্রোর ব্যস্ততম রুটে এতগুলি কম মেট্রো চলায়, ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। 

শুক্রবার বুদ্ধপূর্ণিমা। এদিন সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মীদের ভিড় না থাকলেও বেসরকারি অফিসগুলো বেশিরভাগই খোলা থাকবে। যার ফলে ওই রুটের নিত্য যাত্রীরা সমস্যায় ফিরতে পারেন। কলকাতার মেট্রোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শুক্রবার ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৫৪ টি মেট্রো কম চলবে। অন্যান্য দিনে ওই রুটে আপ ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চলে।  তবে শুক্রবার দিন চলবে ১৩৪টি মেট্রো। 

তবে মেট্রোর তরফে এও জানানো হয়েছে, মেট্রোর সংখ্যা কমলেও, দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বরের জন্য শেষ মেট্রোটি ছাড়বে রাট সাড়ে ৯ টায়।   

Comments are closed.