কলকাতা নয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে চালু হবে প্রথম ৫জি প্লাস পরিষেবা। এমনটাই ঘোষণা করেছে টেলিফোন সংস্থা এয়ারটেল। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে প্রথমে শিলিগুড়ির হিল পয়েন্ট, সেবক রোড, বিধান মার্কেট, আরবিট মলল্যান্ড এবং সংলগ্ন কয়েকটি জায়গায় এই অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কলকাতায় কবে চালু হবে 5G।
টেলিফোন সংস্থার তরফে এও বলা হয়েছে যে, 5G সাপোর্ট করে এমন ফোনে অতিরিক্ত খরচ ছাড়াই 5G পরিষেবার সুবিধে পাবেন গ্রাহকরা। 4G নেটওয়ার্কে গ্রাহকরা যে ইন্টারনেট স্পিড পেয়ে থাকেন, 5G ক্ষেত্রে সেই স্পিড আরও কুড়ি পঁচিশগুন বাড়বে বলে দাবি সংস্থার।
প্রযুক্তির দুনিয়ায় ইন্টারনেটের স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে ইন্টারনেট ছাড়া কার্যত এক পাও চলা অসম্ভব। আজ থেকে কয়েক বছর আগেও ফোনে যে একটা গোটা সিনেমা দেখা যায় তাও কেউ ভাবতে পারতেন না। অথচ এখন আপনার হাতের স্মার্ট ফোনটাই সব। যোগাযোগ রক্ষা ছাড়াও কার্যত প্রতিটা কাজেই ফোন ব্যবহার করতে হয়। এবং অব্যশই তাতে ইন্টারনেট। সেদিক থেকে 5G পরিষেবা এলে গ্রাহকরা উপকৃতই হবেন। তবে খরচও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।
Comments are closed.