সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রসের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক বারবার তিক্ত হয়েছে। দূরত্ব বেড়েছে রাজভবন ও নবান্নের। এই পরিস্থিতিতে এবার রাজ্যপাল যাচ্ছেন বিধানসভায়। সোমবার দুপুরে তিনি শপথবাক্য পাঠ করাবেন ছ’জন নবনির্বাচিত বিধায়ককে। রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অনেকেই বিষয়টিকে নবান্নের প্রতি রাজভবনের ভালো বা কাজের সম্পর্কের সূচনা বলে মনে করছেন। বিধায়কদের শপথ গ্রহণ কবে হবে এবং কে শপথ বাক্য পাঠ করাবেন, তা ঠিক করেন রাজ্যপাল। কিন্তু শেষ দুটি ক্ষেত্রে দেখা গিয়েছে, রাজ্যপালের টালবাহানায় বিধানসভা কর্তৃপক্ষ নিজের নিয়ম মোতাবেক বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করিয়েছে। গত ২৩ শে নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হন ছয় তৃণমূল প্রার্থী।
তাঁদের বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য চিঠি দেওয়া হয়েছিল রাজভবনে। তার পরিপ্রেক্ষিতেই রাজভবন থেকে জানানো হয়েছে, আগামী সোমবার বেলা সাড়ে বারোটার সময় বিধানসভায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল বিধানসভায় যাবেন এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন।
Comments are closed.