বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে কলকাতার রেড রোডে পালিত ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে একাধিক পুলিশ আধিকারিক এবং অফিসারদের এদিন সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে প্রথমে শহীদ স্মারকে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে গার্ড অব ওনারের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর ১১ জন IAS- WBCS অফিসারকে কর্মক্ষেত্রে দক্ষতার জন্য বিশেষ পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কয়েক জন আইপিএস অফিসারকে সম্মান প্রদান করেন তিনি।
চিফ মিনিস্টার পুলিশ মডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টার পুলিশ মডেল ফর কমেন্ডেবল সার্ভিস নামে দুটি ভাবে ভাগ করে এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি ত্রিপুরারি অথর্ব চিফ মিনিস্টার পুলিশ মডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পদক পেয়েছেন। সেই সঙ্গে
চিফ মিনিস্টার পুলিশ মডেল ফর কমেন্ডেবল সার্ভিস পুরস্কার পেয়েছেন ৫ জন। আরও জানা গিয়েছে, এদিন রেড রোডের কুচকাওয়াজ দেখতে বিশেষ অতিধিদের পাশাপাশি প্রায় ১৫ হাজার দর্শক উপস্থিত ছিল।
Comments are closed.