পশ্চিম বর্ধমান জেলায় ৯ টি বিধানসভা আসন। সপ্তম দফায় এই সবকটি আসনেই ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলি হল পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
দেখে নেব এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯ এর ভোটে কী ফল ছিল?
পান্ডবেশ্বর বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভা ভোটে এই আসনে ৬ হাজার লিড আছে বিজেপির।
একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি। সিপিএম প্রার্থী করেছে সুভাষ বাউরিকে।
দুর্গাপুর পূর্ব বিধানসভা আসনে ২০১৬ সালে জিতেছিলেন সিপিএম প্রার্থী সন্তোষ দেবরায়। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। দীপাংসু চৌধুরী বিজেপি প্রার্থী। সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী।
দুর্গাপুর পশ্চিম আসনে ১৬ সালে জিতেছিলেন কংগ্রেসের বিশ্বনাথ পারিয়াল। ১৯ এর লোকসভায় এই কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এখানে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন বিশ্বনাথ পারিয়াল। বিজেপির টিকিটে লড়ছে লক্ষণচন্দ্র ঘড়ুই। কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী।
রানিগঞ্জ বিধানসভা আসনে ১৬-র ভোটে সিপিএম প্রার্থী রুনু দত্ত জয়লাভ করেছিলেন। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ৩০ হাজারের বেশি লিড আছে বিজেপির।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী বিজন মুখার্জি। সিপিএম প্রার্থী হেমন্ত কুমার প্রভাকর আর তৃণমূলের টিকিটে লড়াই করছেন তাপস ব্যানার্জি।
জামুরিয়া বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন সিপিএমের জাহানারা খান। দ্বিতীয় তৃণমূল। লোকসভায় এই কেন্দ্রে ১৮ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
একুশের ভোটে এখানে তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। তাপস রায় বিজেপি প্রার্থী আর সিপিএমের তরুণ প্রার্থী ঐশী ঘোষ।
আসানসোল দক্ষিণ কেন্দ্রে ১৬ সালে জিতেছিলেন তৃণমূলের তাপস ব্যানার্জি। ২০১৯ সালে এই কেন্দ্রে ৫৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবারের ভোটে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষ।
আসানসোল উত্তর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের মলয় ঘটক (৮৪,৭১৫)। দ্বিতীয় বিজেপির নির্মল কর্মকার পান ৬০৮১৮ ভোট। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী মলয় ঘটক। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি।
কুলটি বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের উজ্জ্বল চ্যাটার্জি। ২০১৯ সালে এই কেন্দ্রে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্রে কুলটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। বিজেপি প্রার্থী অজয় কুমার পোদ্দার। কংগ্রেস প্রার্থী করেছে চন্ডীদাস চ্যাটার্জিকে।
২০১৬ সালে বারাবনি বিধানসভায় তৃণমূলের বিধান উপাধ্যায় জেতেন। লোকসভায় ১৮ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এখানে এবার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। বিধান উপাধ্যায় তৃণমূল প্রার্থী আর রনেন্দ্রনাথ বাগচি কংগ্রেস প্রার্থী।
Comments are closed.