স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সম্মান পাচ্ছেন বাংলার ৮ পুলিশকর্মী 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছরই দেশের কয়েকজন বাছাই করা পুলিশকর্মীকে বিশেষ পদক প্রদান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এ বছরেও বিশেষ সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে অমিত শাহের মন্ত্রক। তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেরও ৮ জন পুলিশকর্মীর নাম রয়েছে। 

তদন্তে কৃতিত্ব এবং বিশেষ পরিষেবার জন্য কেন্দ্রের তরফে পুলিশ কর্মীদের এই সম্মান দেওয়া হয়ে থাকে। এ বছর সারা দেশের মোট ১৫১ জন পুলিশকর্মী এই সম্মান পাচ্ছেন। যার মধ্যে রয়েছে ২৮ মহিলা পুলিশকর্মী। 

সম্মান প্রাপকদের মধ্যে শীর্ষে রয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীর মোট ১৫ জন অফিসারকে পদক দিয়ে সম্মান জানাবে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও মহারাষ্ট্রের ১১ জন পুলিশ কর্মীকে সম্মান জানানো হবে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ১০ জন পুলিশকর্মী পদক পাবেন। অ-বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে কেরল, রাজস্থান। দুটি রাজ্য থেকেও আট জন করে পুলিশ কর্মী স্বাধীনতা দিবসের দিন এই বিশেষ সম্মান পাবেন।

 

Comments are closed.