রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা, ঘুরে গেলেন ইস্টবেঙ্গল ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেড-ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন লাল হলুদ সমর্থকরা। আগামী বছর জুলাইয়ের শেষে বা অগাস্ট মাসের শুরুতে ইস্টবেঙ্গল শতবর্ষ উদযাপনে কলকাতায় এই ম্যাচ হতে পারে। বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়াম এবং ইস্টার্ণ মেট্রোপলিটন বাইপাসের বেশ কিছু পাঁচতারা হোটেল ঘুরে দেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা। যুবভারতীর পরিকাঠামো বেশ পছন্দ হয়েছে তাঁদের। শুক্রবার ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের নিয়ে গিয়েছিলেন রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। ক্রীড়ামন্ত্রী নিজেও উদ্যোগ নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে কলকাতা আনার জন্য। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্রীড়ামন্ত্রীকে একটি জার্সি উপহার দেন ম্যানচেস্টারের প্রতিনিধিরা।
তারপর তাঁরা যান ইস্টবেঙ্গল ক্লাবে। সেখানে প্রায় ঘণ্টাদুয়েক ছিলেন তাঁরা। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি তাঁরা ঘুরে দেখেন ক্লাব তাঁবু। ইস্টবেঙ্গল কর্তাদের ম্যানচেস্টারের জার্সি উপহার দেন। ইস্টবেঙ্গল সূত্রের খবর, এখনও পর্যন্ত বিষয়টি ইতিবাচক। আপাতত ফিরে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা। মাস তিনেক পর আবার তাঁরা কলকাতায় আসবেন। তখন ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডকে কলকাতায় আনার পূর্ণাঙ্গ বাজেট তুলে দেবেন। সেই বাজেট দেখার পরই পরবর্তী আলোচনা করবেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ম্যানইউ-ইস্টবেঙ্গল ম্যাচের সম্ভাবনা বেশ ভালোই।
Comments are closed.