প্রায় ১৫ বছর পেরিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল আই লিগ জেতেনি। আগামী বছর আইএসএলে যোগ দিচ্ছে লাল হলুদ। তাই এবারের আই লিগ তাদের কাছে অনেকটা ‘এবার, নয় নেভার’। না হলে আই লিগটা না জেতাই থেকে যাবে ইস্টবেঙ্গলের।আজ বিকেলে কল্যাণী স্টেডিয়ামে আই লিগের প্রথম ম্যাচে ইষ্টবেঙ্গলের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি। ডেভিড রবার্টসনের দল যথেষ্ট শক্ত প্রতিপক্ষ। গত বছরই প্রথমবার আই লিগে অংশগ্রহণ করেছে রিয়াল কাশ্মীর এফসি। আর প্রথম বছরেই আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল তারা। আই লিগের দলগুলোর মধ্যে সবথেকে কম গোল হজম করেছিল রিয়াল কাশ্মীর এফসি। তাদের ফিজিক্যাল ফুটবল যে ইস্টবেঙ্গলকে চাপে রাখবে তা বলাই বাহুল্য।
অন্যদিকে, ইস্টবেঙ্গল উইং প্লে দিয়েই বাজিমাত করার চেষ্টা করবে। তাদের মূল স্ট্রাইকার মার্কোস গোলের মধ্যে নেই। এটা ইষ্টবেঙ্গলের কাছে বড় চিন্তা। মার্কোস ছাড়াও আক্রমণভাগে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা কোলাডো। বছর চব্বিশের স্প্যানিশ উইঙ্গার এই মরসুমে দুরন্ত ফর্মে। মাঝমাঠে কাসিম আইদারার সঙ্গে জুটি বাঁধবেন নাওরেম। দুই উইংয়ে পিন্টু ও জুয়ান। রক্ষণে স্প্যানিশ স্টপার মার্তির সঙ্গে জুটি বাঁধবেন মেহতাব সিংহ। দুই সাইড ব্যাক আম্বেকর এবং কমলপ্রীত। প্রথম ম্যাচে ইষ্টবেঙ্গলের গোলরক্ষক রালতে। এখন দেখার রিয়েল কাশ্মীরের মত শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করতে পারে কিনা ইস্টবেঙ্গল।
Comments are closed.