ইস্টবেঙ্গলকে স্বপ্ন দেখাচ্ছেন জুয়ান, গোল করলেও চিন্তা বাড়াচ্ছেন মার্কোস

আই লিগের প্রথম ম্যাচটা জিতেই শুরু করতে পারতো ইস্টবেঙ্গল। যদি না একাই চারটি সহজ গোলের সুযোগ নষ্ট না করতেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। তিনি গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফিরতে সাহায্য করেছেন ঠিকই, তবে তার সঙ্গে তুলে দিয়েছেন অনেক প্রশ্ন। প্রতি ম্যাচে কি এতগুলো সুযোগ তৈরি হবে? এভাবে সুযোগ নষ্ট হলে মূল্যবান পয়েন্টগুলো কীভাবে আসবে? মার্কোস আটকে গেলে, ইস্টবেঙ্গলের গোল করার লোকই বা কোথায়? কলকাতা লিগের শেষের দিকে এই স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। আই লিগের প্রথম ম্যাচে গোল পেলেও, সেই প্রশ্ন কিন্তু আবার উঠে গেল। কবে ইস্টবেঙ্গল আক্রমণভাগকে ভরসা দেবেন মার্কোস?
তবে এক স্প্যানিশ যখন চিন্তা বাড়াচ্ছেন, তখন ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন আরেক স্প্যানিশ খেলোয়াড়। কলকাতা লিগের একদম শেষ দিকে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্প্যানিশ উইঙ্গার জুয়ান মেরা। তাঁর বল ধরা, ছাড়া, ড্রিবলিং চোখ টেনেছিল। আর আই লিগের প্রথম ম্যাচে জুয়ান মেরা বুঝিয়ে দিলেন, তাঁকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। বাঁ দিক দিয়ে দুরন্ত খেললেন। একের পর এক সুযোগ তৈরি করে দিলেন সতীর্থদের জন্য। তাঁর পায়ের জাদুতে বারবার ছিন্নভিন্ন হয়ে গেল কাশ্মীর রক্ষণ। মার্কোসের গোলটির ক্ষেত্রেও পুরোপুরিভাবে তাঁর অবদান। আই লিগের প্রথম ম্যাচে তিনি ম্যাচের সেরা। কোলাডোর সঙ্গে তাঁর জুটি দাঁড়িয়ে গেলে, আই লিগের স্বপ্ন দেখতেই পারেন লাল-হলুদ সর্মথকরা।

 

Comments are closed.