রাস্তায় ট্র্যাফিক জ্যাম, তাহলে গাড়ি বাজারে মন্দা কীভাবে? ওসব বিরোধীদের কুৎসা, লোকসভায় মন্তব্য বিজেপি সাংসদের
বিভিন্ন সেক্টরে মন্দার কথা উড়িয়ে দিলেও কয়েকদিন আগেই লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন যে, আর্থিক বৃদ্ধি কমছে। এদিকে অটোমোবাইল, এফএমসিজি সেক্টর, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মন্দার দোহাই দিয়ে নাগাড়ে কর্মী ছাঁটাই চলছে। ব্রিটানিয়ার মতো সংস্থা তাদের নতুন পণ্য বাজারে আনতে গিয়েও পিছিয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশের বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ মাস্ত দেশের আর্থিক হাল নিয়ে তাঁর দর্শন জানালেন।
বৃহস্পতিবার লোকসভায় বীরেন্দ্র সিংহ মাস্ত প্রশ্ন তোলেন, যদি গাড়ি বিক্রি কমে গিয়েই থাকে তবে এত ট্র্যাফিক জ্যাম কেন? বিজেপি সাংসদের অভিযোগ, এইসব মন্দার অভিযোগ করে খালি দেশকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কেউ কেউ।
অটোমোবাইল সেক্টরে মন্দা নিয়ে কয়েকদিন যাবৎ প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে বক্তব্য করেন বালিয়ার বিজেপি সাংসদ। তিনি বলেন, এই দেশের প্রচুর পরিবারে গ্যারাজে একাধিক গাড়ি রয়েছে। রাস্তাতেও ব্যাপক ট্র্যাফিক জ্যাম চোখে পড়ছে। তাহলে কীভাবে বলা যায় যে, গাড়ি বিক্রি কমছে? তারপর নিজেই সে প্রশ্নের উত্তর দেন বীরেন্দ্র সিংহ মাস্ত। তিনি বলেন, অটোমোবাইল সেক্টরে আসলে কোনও মন্দা নেই। যাঁরা এই মন্দার অভিযোগ করছেন, তাঁদের লক্ষ্য দেশের কুৎসা করা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সংসদে কৃষি বিষয়ক বিতর্কে অংশগ্রহণ করে গাড়ি বিক্রির হাল-হকিকত নিয়ে নিজের দর্শন খাঁড়া করেছেন উত্তর প্রদেশের বালিয়ার বিজেপি সাংসদ।
Comments are closed.