আই লিগের দ্বিতীয় ম্যাচেই প্লাজার ছোবলে লজ্জার হার মোহনবাগানের, চার্চিলের কাছে সবুজ-মেরুন হারল ২-৪ গোলে
যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই সত্যি হল। উইলিস প্লাজার কাছে হেরে গেল মোহনবাগান। কলকাতা এসেই হুমকির স্বরে বলেছিলেন, মোহনবাগানকে তিনি মোটেই ভয় পাচ্ছেন না। রবিবারের ম্যাচে সেই কথাটাই প্রমাণ করলেন। প্লাজার জোড়া গোলে ভর করে মোহনবাগানকে ৪-২ গোলে হারালো চার্চিল ব্রাদার্স। আই লিগের প্রথম ম্যাচে আইজল এফসির কাছে আটকে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেই লজ্জাজনক হার সবুজ-মেরুন ব্রিগেডের। প্লাজা ছাড়াও চার্চিল ব্রাদার্সের হয়ে আরও দুটি গোল করলেন রবার্ট প্রিমাস এবং আবু বকর। মোহনবাগানের হয়ে গোলগুলি করেন ফ্রান গঞ্জালেজ এবং শুভ ঘোষ। এই হারের ফলে প্রথম দু’ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়ে চাপে পড়ে গেল মোহনবাগান।
মাত্র দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মোহনবাগান। চার্চিলের হয়ে গোল করেন সেই প্লাজা। মোহনবাগান ম্যাচে ফেরার চেষ্টা করলেও পারেনি। বরং ২৮ মিনিট নাগাদ কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট প্রিমাস। শেষ পর্যন্ত অবশ্য ব্যবধান কমায় মোহনবাগান। ৩৩ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করেন ফ্রান গঞ্জালেজ। যখন মনে হচ্ছে মোহনবাগান এবার সমতা ফেরানোর জন্য ঝাঁপাবে, ঠিক তখনই মারাত্মক ভুল করেন মোহনবাগান গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ৩৭ মিনিটে প্লাজার শট দেবজিতের হাত ফসকে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো। বরং ৭৬ মিনিটে ৪-১ করেন চার্চিলের আবু বকর। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে মোহনবাগানের শুভ ঘোষ গোল করলেও তাতে লাভ হয়নি।
Comments are closed.