দলের আক্রমণভাগের মূল ভরসা হাইমে কোলাডো নেই নির্বাসনের জন্য। তার মধ্যেই শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাউ এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জিততে পারলেই আই লিগ টেবিলের শীর্ষে চলে যাবে লাল-হলুদ। পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে বলবয়ের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নির্বাসিত হতে হয়েছে কোলাডোকে। তবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনিনডেজ জানালেন, সেদিন কোন দোষই করেননি হাইমে। আলেজান্দ্র বলছেন, ‘হাইমে সেদিন কিছুই করেননি। ম্যাচের শেষের দিকে পেনাল্টি বক্সের মধ্যে পঞ্জাবের একজন ফুটবলার হাতে বল লাগান। রেফারি পেনাল্টি দেননি। বিষয়টিকে অত্যন্ত হতাশ হযন হাইমে। ম্যাচের পর তাই কাউকে উদ্দেশ্য না করেই বলে শট করে।’
তবে দলের সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া মাঠে নামাটা কি চাপের? আলেজান্দ্রো বলছেন, ‘এটা ঠিক যে হাইমে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে আশা করি বাকিরা ওঁর দায়িত্ব পালন করবে।’
প্রতিপক্ষ ট্রাউ এফসি খুবই দুর্বল দল। আই লিগে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে তারা দুটিতেই হেরেছে। তবে ইস্টবেঙ্গল কোচের মতে, এই ম্যাচটি মোটেও সহজ হবে না। অনেকেই মনে করছেন এই ম্যাচটা ইস্টবেঙ্গল সহজেই জিতবে। কিন্তু আমি তা একদমই মনে করছি না। ট্রাউ যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ, বলছেন ইস্টবেঙ্গল কোচ।
Comments are closed.