লা লিগা খেলা স্ট্রাইকার বাবা দিওয়ারাকে নিল মোহনবাগান, সালভা চামোরাকে ছেঁটে ফেলল মোহনবাগান

স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মরসুমের শুরু থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না মোহনবাগান কর্তারা। আই লিগেও তেমন কিছুই করে উঠতে পারছিলেন না এই স্প্যানিশ। বদলের দাবি জোরালো হচ্ছিলো। তাই আর বেশি দেরি করেনি মোহনবাগান। ছেঁটে ফেলেছে তাঁকে। তাঁর বদলি হিসাবে যে ফুটবলারকে নিল মোহনবাগান, তাতে কিছুটা হলেও চমকেছে ভারতীয় ফুটবল মহল।
লা লিগায় অন্যতম সেরা ক্লাব সেভিয়া। লা লিগা যাঁরা দেখেন তাঁদের কাছে পরিচিত এই ক্লাবের নাম। এই ক্লাবের প্রাক্তন ফুটবলার বাবা দিওয়ারাকে সই করালো মোহনবাগান। সেনেগালের এই স্ট্রাইকার দীর্ঘদিন খেলেছেন লা লিগায়। তারপর তিনি সই করেন অস্ট্রেলিয়ার এ লিগের বিখ্যাত ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডে। সেখান থেকেই মোহনবাগানে আসছেন তিনি। মোহনবাগান কর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করে ফেলেছেন তিনি। তবে রবিবার বড় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। মোহনবাগান মাঝমাঠের আরেক ভরসা দুরন্ত ফর্মে থাকা জুলেন কোলিনাসও চোট পেয়েছেন গত ম্যাচে। তাঁর বড় ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। এখন দেখার বাগানের এই নতুন ফুটবলার সমর্থকদের আশা ভরসা পূরণ করতে পারেন কিনা।

 

Comments are closed.