চোটের জন্য আই-লিগ থেকে ছিটকে গেলেন জুলেন, পরিবর্তে সোনির নাম ভাসছে মোহনবাগানে

পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো। তাঁর পরিবর্তে এসেছেন বাবা দিওয়ারা। এবার আরও একজন বিদেশি পরিবর্তন করার সামনে দাঁড়িয়ে মোহনবাগান। তবে এবার পারফরমেন্সের কারণে নয়। নিতান্ত বাধ্য হয়ে। আই লিগে বেশ ভালো ফর্মে ছিলেন মোহনবাগানের স্প্যানিশ উইঙ্গার জুলেন কোলিনাস। মোহনবাগানের আক্রমণ রচনা করছিলেন। কিন্তু গোকুলাম এফসির বিরুদ্ধে হাঁটুতে মারাত্মক চোট পান। তখনই বোঝা গিয়েছিল তাঁর চোট বেশ গুরুতর। পরীক্ষা করে দেখা যায় জুলেনের যা চোট, তাতে তাঁর আই লিগে নামার আর কোনও সম্ভাবনাই নেই।
বাধ্য হয়েই তাঁকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। আর তাঁর পরিবর্তে জানুয়ারি উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ায় রাস্তায় হাঁটছে তারা। পরিবর্ত হিসেবে নাম শোনা যাচ্ছে মোহনবাগান সমর্থকদের প্রিয় তারকা সোনি নর্ডির। শেষ কয়েক মরসুম ধরে মোহনবাগান সমর্থকদের হৃদয় জয় করেছেন এই বিদেশি। মোহনবাগানকে আই লিগ দিয়েছেন। কিন্তু এই মরসুমে সোনিকে আর রাখেনি মোহনবাগান। তাই এবার আবার তাঁকে ফেরানোর জোরালো দাবি তুলেছেন সর্মথকরা। সোনি নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দেখার আবার মোহনবাগান জার্সিতে দেখা যায় কিনা তাঁকে।

 

Comments are closed.