কিছুটা চাপ কমল ইস্টবেঙ্গলের। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল আক্রমণের মূল ভরসা হাইমে কোলাডোকে নির্বাসিত করেছিল ফেডারেশন। পঞ্জাব এফসি বিরুদ্ধে ম্যাচে বলবয়ের দিকে বল লাথি মারার অভিযোগে তাঁকে ২০ ডিসেম্বর পর্যন্ত নির্বাসিত করেছিল ফেডারেশন। যার ফলে ১৪ই ডিসেম্বর ট্রাউ এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি। নির্বাসনের সঙ্গে তাঁকে শোকজ করা হয়েছিল। শো-কজের উত্তরে তিনি অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এই ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসে ছিল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি।
সেখানে সিদ্ধান্ত হয়েছে নতুন করে আর নির্বাসিত করা হবে না কোলাডোকে। তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ফেডারেশন। এই জরিমানার অর্থ ৭ দিনের মধ্যে দিতে হবে। সঙ্গে যে বলবয়কে উদ্দেশ্য করে বল শট মেরেছিলেন তাঁর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে স্প্যানিশ ফুটবলারকে। ইস্টবেঙ্গলের অভিযোগ ছিল, পঞ্জাবের এফসি ইচ্ছাকৃতভাবে তাদের বলবয়দের নির্দেশ দিয়েছিল যাতে ইস্টবেঙ্গলকে বল দেরি করে দেয়। এই অভিযোগের ভিত্তিতে ফেডারেশন সতর্ক করেছে পঞ্জাবের এই দলকে। তারা বলেছে, এই অভিযোগে তারা আবার অভিযুক্ত হলে, হোম ম্যাচ আর নিজেদের মাঠে আয়োজন করতে পারবে না তারা।
Comments are closed.