ইওরোপিয়ান ফুটবলের যাঁরা খবর রাখেন, সেল্টিক এফসির নাম তাঁরা মোটামুটি সবাই জানেন। স্কটল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। এই ক্লাবের বয়স ১৩০ বছরের বেশি। ট্রফির বিচারেও পৃথিবীর অন্যতম সেরা ক্লাব। পৃথিবী বিখ্যাত এই ক্লাবের সঙ্গেই গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। শনিবার ইসবেঙ্গল ক্লাবে দু’পক্ষের মধ্যে প্রায় ঘণ্টা তিনেক আলোচনা হয়। এই আলোচনা পর্বে দুই ক্লাবের প্রতিনিধি ছাড়াও ছিলেন বিখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি রেডস্ট্রাইকসের প্রতিনিধি। বৈঠকের পর সেলটিক এফসির প্রতিনিধি জানিয়েছেন, ‘পুরো বিষয়টাই একদম প্রাথমিক স্তরে রয়েছে। আপাতত গাঁটছড়া বাঁধার বিষয়ে তেমন কোনও আলোচনা হয়নি। ইস্টবেঙ্গল পুরনো ক্লাব। ভারতীয় ফুটবল নিয়ে জানতে এখানে এসেছি।’ ইস্টবেঙ্গল এবং স্কটল্যান্ডের এই ক্লাবের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিটি। তার প্রতিনিধি খোলাখুলি জানিয়েছেন, ‘ইস্টবেঙ্গলকে সাহায্য করার জন্য আমরা তৈরি’।
আলোচনা যে শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না তা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও। দেবব্রত সরকার জানিয়েছেন, ‘সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। ওদের প্রস্তাব আমরা খতিয়ে দেখব। পছন্দ হলে আবার পরে আলোচনা হবে। না হলে অন্য কারও সঙ্গে কথা বলতে হবে।’ মে মাসের পরে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ইস্টবেঙ্গলের। তাই পরিবর্তন খোঁজার কাজ শুরু করে দিলেন তাঁরা।
Comments are closed.