আই লিগে হার ইস্টবেঙ্গলের, সেই প্লাজার কাছেই হারল লাল-হলুদ

ইস্টবেঙ্গল জার্সিতেই তিনি খেলতে এসেছিলেন ভারতীয় ফুটবলে। তারপর তাঁকে বাতিলের খাতায় ফেলেছিল লাল-হলুদ। ত্রিনিদাদের স্ট্রাইকার উইলিস প্লাজা তারপর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেই যেন আগুন ঝড়ান। শনিবার গোয়ার মাঠেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি হল। প্লাজার শেষ মুহূর্তের করা গোলে ইস্টবেঙ্গলকে ১-০ গোলের ব্যবধানে হারাল চার্চিল। এটাই এবারের আই লিগে ইস্টবেঙ্গলের প্রথম হার। এই হারের পরে ৫ ম্যাচে ৮ পয়েন্টেই থাকল ইস্টবেঙ্গল।
এদিন অবশ্য ম্যাচের প্রথমার্ধে অনেক বেশি সুযোগ পেয়েছিল কলকাতার বড় ক্লাব। কিন্তু সেই সুযোগ হেলায় নষ্ট করেন ইস্টবেঙ্গল আক্রমণভাগের ফুটবলাররা। ২৪ মিনিটে ইস্টবেঙ্গলের স্প্যানিশ উইঙ্গার জুয়ান মেরার শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। ঠিক তার চার মিনিট পর ডিকার কর্ণার গোলে ঢুকলেও তা বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। মার্তি ক্রেসপির একটি শট ক্রসবারে লাগে। সহজ সুযোগ নষ্ট করেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসও। উল্টোদিকে প্লাজা একাই ইস্টবেঙ্গল রক্ষণভাগে ত্রাহি ত্রাহি রব তুলেছিলেন। একবার তাঁর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সেই হেডেই গোল করে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে গেলেন প্লাজা।

 

Comments are closed.