ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বাঙালির দুই প্রাণের ক্লাব। এই দুই ক্লাবকে নিয়ে বাঙালি দু’ভাগে বিভক্ত। দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা চলছে বছরের পর বছর ধরে। দু’দলের সমর্থকরা সারা বছরই একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। দু’দলের ম্যাচ মানেই অতিরিক্ত অ্যাড্রিনালিন ক্ষরণ হয় বাঙালির। স্লোগান, পাল্টা স্লোগান, গান, একে অপরকে লক্ষ্য করে তির্যক মন্তব্যে সরগরম থাকে ময়দান।
তবে ফুটবল মাঠের প্রতিদ্বন্দিতা ছাপিয়েও মাঝে মাঝে বড় হয়ে ওঠে মানবিকতা। ইস্টবেঙ্গলের স্প্যানিশ স্টপার বোরহাকে দেশে ফিরে যেতে হয়েছে। কারণ, তাঁর চার বছরের ছেলে মারাত্মক অসুস্থ। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, বাঁচানো প্রায় অসম্ভব। এই সপ্তাহের শেষে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা। সব মিলিয়ে এই ফুটবলারের ইস্টবেঙ্গলের হয়ে এবার আই লিগ খেলার আর কোনও সম্ভাবনা নেই। এই ঘটনায় মন খারাপ গোটা ময়দানের। এই ফুটবলারের পাশে দাঁড়িয়ে তাঁর সন্তানের সুস্থতা কামনা করছেন ইস্টবেঙ্গল সর্মথকরা। সে দলেই নাম লেখালেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সমর্থকরাও। বৃহস্পতিবার মোহনবাগান-ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচে কল্যাণী স্টেডিয়ামের গ্যালারিতে একটি ব্যানার দেখা গেল। সেখানে বড়জাগুলির মোহনবাগান ফ্যানস ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের বিদেশি স্টপার বোরহার ছোট্ট সন্তানের সুস্থতা কামনা করা হয়েছে। ব্যানারের ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুর্নিশ জানিয়েছে গোটা ময়দান।
Comments are closed.