বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হলো জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে বারোয়ারি তলার একটি বাড়িতে। সেই সময় ওই বাড়িতে তিনি উপস্থিত ছিলেন। বাড়ির দোতলায় আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুনের উৎস কি তা এখনো জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে সাত সকালে। সকাল আটটা নাগাদ বাইরে খেকে দেখা যাচ্ছিল, দাউ দাউ করে জ্বলছে ঘর-বরান্দা। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। দমকল আসলেও আগুন নিয়ন্ত্রণে আসতে বেশ সময় লেগে যায়।
এরপরই ঘটনা স্থল থেকে জয়ন্ত শাস্ত্রীর পুড়ে যাওয়া দগদগে মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাদের দাবি শরীরের ৫০% পুড়ে গিয়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে জ্যোতিষীর।
প্রসঙ্গত, জ্যোতিষ জগতে এক জনপ্রিয় নাম হল জয়ন্ত শাস্ত্রী। তার এই রকম আকস্মিক মৃত্যু তে শোক প্রকাশ করেছেন অনেকেই। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক ভাবে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Comments are closed.