উৎসব এর মরশুমে গ্রাহক পরিষেবা নিজের দিকে টানার জন্য রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) একটি বাম্পার প্ল্যান নিয়ে এসেছে। এই স্কিমে গ্রাহক দের নিখরচায় দুই মাস পরিষেবা দেওয়া হবে।
এই প্ল্যান অনুযায়ী ১৯৯৯ টাকায় বাম্পার অফার নিয়ে এসেছে । এই প্ল্যান টি গ্রাহক দের কাছে পরবর্তিতে খুবই কার্যকর হবে বলে মনে করা হয়েছে। BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ১৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ৩৬৫ এর পরিবর্তে ৪২৫ দিনের মেয়াদ দেওয়া হচ্ছে। অর্থাৎ আরো দুই মাস এক্সট্রা এই সুবিধা পাবেন গ্রাহক রা। রোজ আনলিমিেড ৩ জিবি ডাটা সহ আনলিমিটেড কলিং ফ্রী এতে। আগে এই প্ল্যান কেবল ৩৬৫ দিনের ছিল। এখন সেটিকে আরো দুই মাস বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও রয়েছে আরো একটি ধামাকাদার সুযোগ। এই প্যাক মারলে আপনি বিনা মূল্যে পেতে পারেন ইরোস নাউ এর প্যাক ফ্রী। সেখান কার গান, সিনেমা , ওয়েব সিরিজ গুলো দেখা যেতে পারে ।
Comments are closed.