আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন নিজেদের শরীর নিয়ে যথেষ্ট চিন্তিত। বলা বাহুল্য, মেদ ঝড়ানোর জন্য কেউ জিমে ছোটেন, কেউ যোগা করেন, কেউ ডায়েট করেন, কেউবা খাওয়া দাওয়াই ছেড়ে দেন। কিন্তু তাতেও কোন লাভ হয়না। অনেকেই নানা দামি ওষুধও ব্যবহার করেন মেদ ঝড়ানোর কিন্তু নিট ফল শুন্যই আসে। কিন্তু নিয়মিত বেশ কয়েকটি ফল খেলে শরীর ভালো রাখার পাশাপাশি শরীরের মেদ ঝড়ানোও সম্ভব হয়। তাই নিয়ম করে প্রতিদিন এই ফল্গুলি খেলে মেদ তো ঝড়বেই এমনকি আপনি পাবেন টোনড স্লিম ফিগার। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি?
আপেলঃ প্রথমেই আসা যাক আপেলের কথায় এটি এমন একটি ফল যা সব সময় পাওয়া যায়। এমনকি এর অনেক উপকারিতা আছে, ফাইবার, ভিটামিন সি এবং কে। তাই প্রতিদিন একটা করে আপেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে।
তরমুজঃ গরম কালের একটি অন্যতম ফল হল তরমুজ। এই ফল পেটের মেদ ঝরাতে ভীষণ কার্যকরী।
অ্যাভোকাডোঃ অ্যাভোকাডো সব সময় না পাওয়া গেলেও এই ফল শরীরের জন্য উপযোগী। ওমেগা থ্রি এবং ফ্যাটি সমৃদ্ধ এই ফল শরীরের জন্য বেশ উপকারি, যা ফ্যাট কমাতেও সাহায্য করে।
লেবুঃ এছাড়া শরীরের মেদ ঝড়াতে লেবুর জুড়ি নেই, প্রতিদিন গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে মেদ ঝড়ে যায় আর শরীর ফিট থাকে।
নারকেলঃ এছাড়াও নারকেল এবং নারকেলের জল কিন্তু শরীর ফিট রাখার জন্য একটা আদর্শ পথ্য বলা যেতে পারে। তাই প্রতিদিন এটি খাওয়া জরুরি।
বেদানাঃ বেদানা প্রায় সারা বছরই পাওয়া সম্ভব। আর রক্তের জন্য এই ফল বেশ উপকারী। বেদানা খেলে রক্ত পাতলা হয়, যা রক্তচাপ, হার্ট, ওজন হ্রাস করে।
কলাঃ পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর কলা একটা সহজপাচ্য খাবার। আমরা প্রতিদিনের জলখাবারে একটা করে কলা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে।
Comments are closed.