হোয়াটসঅ্যাপে বর্তমানে সবথেকে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বলা চলে সব দিক থেকে এটি বেশি সুরক্ষিত। ভিডিও কল, এবং অনেক ফিচারও মেলে এইখানে। কিন্তু বিষয় হচ্ছে অনেক ক্ষন ধরে অনলাইন থাকলে তা সবার নজড়েও পড়ে যায়। কিন্তু এবার থেকে আর থাকবে না সেই সমস্যা।
এই ঝামেলা থেকে মুক্তি পেতে সবার আগে গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাটের জন্য WA bubble for chat ডাউনলোড করতে হবে। পরে অ্যাপটি ফোনের অ্যাক্সেসিবিলিটি পারমিটের জন্য অনুমোদন চাইবে সেটি ইয়েস করতে হবে। পরক্ষনেই আপনার হোয়াটসঅ্যাপে টেক্সটগুলি bubble-এ আসবে।আর এরপরেই কেউ আর অনলাইন দেখতে পারবে না। এমনকি লাস্ট সিনও দেখা সম্ভব হবে না। তাহলে আজই এই মুশকিল আসান বাতলে নিন আর মুক্তি পান অনলাইন থাকার সমস্যা থেকে।
Comments are closed.